ফরিদপুরের মধুখালীতে অভিযান চালিয়ে উজির মন্ডল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার রাতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৫ মাদক মামলার আসামি, শান্তিপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে উজির মন্ডলকে আটক করা হয়। এসময় উজির মন্ডলের কাছে থাকা ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উজির মন্ডল দীর্ঘদিন ধরে মধুখালীসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বিভিন্ন সময় পুলিশ তাকে আটক করলেও জামিনে ছাড়া পেয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৮/আরাফাত