কুমিল্লার বুড়িচংয়ে কাঠ মিস্ত্রির হাতে প্রবাসীর স্ত্রী সেতারা বেগম খুন হয়েছেন। সোমবার বুড়িচং উপজেলার বাকশীমূল দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের স্ত্রী সেতারা বেগমকে জাকির হোসেন নামের এক কাঠমিস্ত্রি ছুরিকাঘাতে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বলরামপুর (পানার পুকুর পাড়) গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে কাঠ মিস্ত্রি মো: জাকির হোসেন (৩৫) একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম বাকশীমূল দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী আবুল বাশারের ঘরে আসবাবপত্র ফার্নিচারের কাজ করছিল। ঘটনার দিন সোমবার জাকির হোসেন প্রবাসীর স্ত্রী সেতারার ঘরে প্রবেশ করে ছুরিকাঘাত চালিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকার শুনে সেতারাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বুুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, কাঠ মিস্ত্রি জাকির হোসেন প্রবাসীর স্ত্রী সেতারার ঘরের ফার্নিচারের কাজ করতো। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান