ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বিদেশি পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
থানা পুলিশ ও গ্রামীণ ব্যাংক তথ্য মতে, উপজেলার মহারাজা হাট গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুন অর রশিদ নেকমরদ সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন।
ব্যবস্থাপক হারুন অফিস পিয়ন মুকুলসহ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে অফিস যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় পিছন থেকে আসা দুই ছিনতাইকারী টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় গ্রামীণ ব্যাংক ম্যানেজার চিৎকার করতে থাকেন। পরে ছিনতাইয়ের বিষয়টি টের পেয়ে নেকমরদ ইউপি সদস্য ইলিয়াস ওরফে ইলি মেম্বার থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত জনতার সহায়তায় বিভিন্ন স্থানে অবস্থান নেন। মহারাজা নামক স্থানে ছিনতাইকারীরা জনতা, পুলিশ ও রাস্তায় গাছের ব্যারিকেড দেখে আতঙ্কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় উত্তেজিত জনতা আটক ছিনতাইকারীদের বেধড়ক মারধর করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হরিপুর উপজেলার লোহুচাঁদ গ্রামের আমিন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান লিটন (৩৩) ও একই গ্রামের বদরুল ইসলামের ছেলে আবু সায়েদকে (২৮) গ্রেফতার করে নিজ হেফাজতে নেন। এসময় একটি মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৬ লাখ টাকা উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০২ জুলাই ২০১৮/আরাফাত