লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ভুট্টু (৩৩) নামে এক ক্যাবল অপারেটরের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গড্ডিমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আসাদুজ্জামান ভুট্টু ওই গ্রামের মোকছেদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি দিয়ে সরবরাহ করা ক্যাবল (ডিস) লাইন সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান আসাদুজ্জামান ভুট্টু। স্থানীয়রা তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আতিয়ার রহমান।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৮/হিমেল