মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
এ সময় আটকদের নিকট থেকে ৪৫ গ্রাম হেরোইন, ১৭০ গ্রাম গাঁজা, দেশি মদ ৪০ লিটার, বিদেশি মদ ৮ বোতল, বিয়ার ক্যান ৪৮ পিস এবং ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ