দিনাজপুরের খানসামা উপজেলা থেকে নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জয় শীল, বয়স ১৬ বছর। মঙ্গলবার সকালে উপজেলার গারপাড় শাহপাড়া গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খানসামা থানা সূত্রে জানা গেছে, সকালে ঝুলন্ত অবস্থায় জয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
জয় শীল উপজেলার রামনগর গ্রামের ধনঞ্জয় শীলের ছেলে।
বিডি প্রতিদিন/ ৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ