ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ সকালে দুলালপুর ভাল্ব ষ্টেশনের পার্শ্ববর্তী মাঠে ক্যানেলের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরাতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। তার নাম পরিচয় জানা যায়নি।
মৃতদেহের মাথায়, দু’পায়ে ও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। মৃতদেহের মাথার দুইদিক থেকে দুইটি বিষের বোতল ও পাশ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস.আই ইকবাল কবির জানান, অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার