লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাইরুল ইসলাম (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বেধদোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর ইসলাম জানান, দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল কাইরুল। এ সময় সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার