নেত্রকোনা শহর দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীর উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নদীর নাগড়া এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, নেত্রকোনা শহরের মগড়া নদীতে ১৫৭টি অবৈধ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে। এসব চিহ্নিত অবৈধ স্থাপনা সরাতে জেলা প্রশাসনে প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে দ্রুত এসব অবৈধ স্থাপনা সরিয়ে মগড়া নদীকে সচল করা হবে।
অভিযান পরিচালনা কালে গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা