ফরিদপুরে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক শাস্তি নিরসন, সুরক্ষা ও অধিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, জাহিদ রিপন, পান্না বালা, সফিকুল ইসলাম মনির, আতম আমীর আলী টুকু, সাইফুল ইসলাম অহিদ, আহমেদ ফিরোজ, সাজ্জাদ বাবু, হারুন আনসারী রুদ্র প্রমুখ। সভায় বক্তারা শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি নিরসনে সুনিদ্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার