বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, মো. আকবর আলী ও মাসুম জাকারিয়া। মোরেলগঞ্জ পৌরসভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবুহুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা, লতিফিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি বালিকা বিদ্যালয়, রওশনআরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক শিক্ষার্থীরা এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল