“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ পালিত হয়েছে। আজ সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক ব্যুরোর উদ্যোগে এবং স্থানীয় এনজিওদের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুন্ডু, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফসহ অন্যরা।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল