নাটোরের গুরুদাসপুরের চলনবিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চলনবিলের রুহাই গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরিচয় খুঁজতে আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনারুল ইসলাম ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে রুহাই গ্রামের চলনবিল এলাকা দিয়ে একটি বড় বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল থেকে বস্তাটি ডাঙ্গায় তোলার পর তার ভেতর থেকে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। প্রথমে মৃতদেহটি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বস্তাবন্দি যুবকের মৃতদেহটি অন্য কোনো জেলার হতে পারে। ভাসতে ভাসতে এই দিক দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে পরে। মৃতদেহটির পরিচয় জানতে আশপাশের থানাতে বার্তা পাঠানো হয়েছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে উদ্ধার হওয়া মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এর ফলে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে বিলের পানিতে ফেলে দিয়েছে হত্যাকারীরা।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল