ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকা থেকে বাইসাইকেলের ফ্রেমের পাইপের মধ্যে ইয়াবা পাঁচারকালে ১ হাজার ৫শ’ ২০ পিস ইয়াবাসহ ফরিদ মাঝি (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার গভীর রাতে র্যাব-৮’র বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। ফরিদ মাঝি চরফ্যাশন উপজেলার মৃত আ. কাদের মাঝির ছেলে।
শনিবার সকালে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেলসহ ফরিদ মাঝিকে আটক করে র্যাব সদস্যরা। পরে ফরিদ মাঝির স্বীকারোক্তি অনুযায়ী বাই সাইকেলের সিটের নীচে ফ্রেমের পাইপের মধ্য থেকে ১ হাজার ৫শ’ ২০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।
আটক ফরিদ মাঝি র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে ভোলার লালমোহন সহ আশপাশের এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতেন তিনি।
এ ঘটনায় র্যাব-৮’র ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদ মাঝির বিরুদ্ধে লালমোহন থানায় একটি মামলা করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/৮ সেপ্টেম্বর ২০১৮/হিমেল