জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর পূণ্যভুমি সিরাজগঞ্জে শোক র্যালী, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালিত হযেছে। দিবটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সকালে জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করেন।
বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও স্মৃতিচারণ মুলক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, হাজী ইসহাক আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক দানি প্রমুখ।
শহীদ এম. মনসুর আলীর জন্মভুমি কাজিপুরে শহীদ এম মনসুর আলীর দৌহিত্র সাবেক এমপি তানভীর শাকিল জয়ের নেতৃত্বে শোক র্যালী বের করা হয়। র্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনা করেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও কামারখন্দ, উল্লাপাড়া, বেলকুচি, তাড়াশ সহ জেলার সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর