বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপির হুংকার হুংকারই থাকবে। বাস্তবে রূপ নেবে না। সংলাপ হয়েছে। এখনও তারা সিদ্ধান্ত নিতে না পারলে আগামী নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ততদিন দল হিসেবে তারা বিলীন হয়ে যাবে।
শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, নির্বাচনী সংগ্রাম শুরু হয়ে গেছে। এতে যারা বাধা দিতে চাইবে জনগণ তাদের প্রতিরোধ করবে। ভবিষ্যৎ রাজনীতিতেও তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তাই সংলাপে নির্বাচনী প্রস্তাবকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যাতে ফের ক্ষমতায় আসে সেজন্য সবাইকে দৃঢ়-প্রত্যয়ী হয়ে কাজ করতে হবে।
জাতীয় ঐক্যফন্টের নেতা ড. কামাল-মান্না-রবকে বিএনপি'র ভাড়াটিয়া নেতা আখ্যায়িত করে বলেন, তারা নাকি গণভবনে গিয়ে কিছু খাবে না। কিন্তু গণভবনে গিয়ে ঠিকই মোরগ
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলীকে আবারও ভোট দেয়ার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন মেনন বলেন, উন্নয়নকে দেখতে এখন বহুদূর কোথাও যেতে হয় না। ঘরে বসেই মানুষ বিদ্যুতের আলো, মাঠের ফসল, দ্রব্য মূল্যের স্থিতিশীলতা এবং স্বচ্ছল জীবন মানের মধ্যে দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে। মানুষ এ অবস্থা থেকে পিছিয়ে যেতে চায় না। তাই জনগণ ১৪ দলের প্রার্থীদের ভোট দেবে।
সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য মাহমুদূল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হক্কানী, মোসাদ্দেক হোসেন লাবু, জেলা সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সদস্য তাজুল ইসলাম, তৈমুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৩ নভেম্বর ২০১৮/আরাফাত