মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার কুন্ডবাড়ির মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির কুন্ডবাড়ির মেলায় দোকান বরাদ্দকে কেন্দ্র করে আবির মাতুব্বর নামে এক যুবকের সাথে এনামুল নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার রাতে গোপালপুর এলাকার ইব্রাহিম গাইনের ছেলে এনামুল গাইনসহ কয়েকজন হামলা চালিয়ে গুরুতর জখম করে আবির ও আরিফ নামে দুইজনকে।
আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিতিৎসক আবিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসারত অবস্থায় গভীর রাতে মারা যায় আবির মাতুব্বর।
নিহত আবির কালকিনির দক্ষিণ গোপালপুর গ্রামের খালেক মাতুব্বরের ছেলে। এছাড়াও আহত হয়েছে বনগ্রামের কাদের তালুকদারের ছেলে আরিফ তালুকদার।
কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৮/হিমেল