বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষক মোকলেছের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় নিহতের স্ত্রী ও সন্তানরা চরহোগলাবুনিয়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করেন।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেন। এ সময় নিহতের স্ত্রী তাছলিমা বেগম, মেয়ে মাকসুদা আক্তার, রাবেয়া আক্তার, স্থানীয় মজিবর রহমান, শফিকুল ইসলাম, রাজ্জাক চৌকিদার প্রমূখ বক্তব্য দেন। বক্তারা মোকলেছের সকল খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৭ জুন বেলা ১০টার দিকে চরহোগলাবুনিয়া গ্রামের কৃষক মোকলেছ চৌকিদারকে (৫৫) চোঁখে গুল ছিটিয়ে দিয়ে রাস্তার ওপর বসেই পিটিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী তাছলিমা বেগম বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি বাগেরহাট পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তদন্ত করছে। মামলার প্রধান আসামি একই গ্রামের খলিলুর রহমান হাওলাদার ও ২নং আসামি ইস্রাফিল হাওলাদারকে পিবিআই সদস্যরা গ্রেফতার করেছেন।
তদন্তকারি কর্মকর্তা এসআই গৌতম বলেন, আটক আসামি ইস্রাফিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের কাছ থেকে নিহতের মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। অপর আসামিদের আটকের জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার ও কৌশল অবলম্বন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৮/হিমেল