মাগুরা-যশোর সড়কের কাটাখালী এলাকায় শনিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বন্যা খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে সদর উপজেলার বেরইল গ্রামের টুকু মিয়ার মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাত ৯টায় বন্যা তার মামা বাড়ি মহিষাডাঙ্গা গ্রামে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় যশোরমুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে বন্যা মারা যায়।
বন্যা বেরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বিডি প্রতিদিন/ফারজানা