আশুলিয়ায় অপহরণের একদিন পর রাসেদ হোসেন নামের এক বিকাশ ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আসাদ নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ দোকান বন্ধ করার সময় তাকে অপহরন করে নিয়ে যাওয়া হয়।
অপহৃতের পরিবার ও পুলিশ জানায়, অপহরণকারী চক্রের সদস্যরা শনিবার দুপুরে বাইপাইল এলাকা থেকে সাইফুলের মালিকানাধীন রেন্টকার থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেয়। পরে কৌশলে গাড়ীর চালককে অচেনত করে দুর্বৃত্তরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ভাদাইল এলাকায় গিয়ে বিকাশ ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসে। পরে তাকে আশুলিয়ার পুকুড়পাড় এলাকায় মঞ্জু মিয়ার বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেন।
এদিকে এ ঘটনার পরই অপহৃতের পরিবার বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করলে রবিবার সকালে পুকুরপাড় এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ব্যবসায়ী ও মাইক্রোবাস উদ্ধার করে। এছাড়াও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আসাদ নামের এক জনকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ চক্রটি দীর্ঘদিন যাবত সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মকান্ড করে আসছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার