অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ প্রত্যাহার ও দ্বিতীয় শিফটের ভাতা বর্তমান মূল বেতনের ১০০% এ উন্নীত করার দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
এতে ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ দাবির স্ব-পক্ষে জোরালো বক্তব্য ব্যক্ত করেন এবং অবিলম্বে অর্থ মন্ত্রণালয়ের অন্যায় আদেশ প্রত্যাহার করে দ্বিতীয় শিফটের ভাতা বর্তমান মূল বেতনের ১০০% এ উন্নীত করার দাবি জানান।
এছাড়াও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য করিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান সমূহের সকল শূন্য পদ অবিলম্বে পূরণের দাবী জানান।
এ ব্যাপারে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন জানায়, এ কর্মবিরতিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষকসহ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন