নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় একটি কাভার্ডভ্যান একটি ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দিলে বাবুল মিয়া (৫০) নামে রিক্সাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিক্সার দু’যাত্রী আহত হয়েছে। আহত রকি ও সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পর উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানটির কাঁচ ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টায় এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে রিক্সাচালক নিহত ও দু'যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে রকির অবস্থা আশঙ্কজন। ঘাটক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার