বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি বলেছেন, কোন অপশক্তিই নৌকার গতি রোধ করতে পারবে না। সংলাপকে ঐক্যফ্রন্টের অধিকাংশ নেতাই ফলপ্রসূ মনে করলেও শুধু বিএনপিই সংলাপে অসন্তুষ্ট। ঐক্যফ্রন্টের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। জাতীয় ঐক্যের নামে পানি ঘোলা করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ না আসলে ব্যর্থতার দায় তাকেই বহন করতে হবে।
আজ বোয়ালমারী পৌর শহরের বাসস্টান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় স্থানীয় সাংসদ আব্দুর রহমান এসব কথা বলেন। জনসভায় দুপুর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলসহ সমাবেশস্থলে জড়ো হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. খসরুজ্জামান দুলু, ডা. জলিল, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার, মধুখালী আ’লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক (সাবেক) আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ ইলিয়াস, যুবলীগের আহবায়ক, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, শহর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, এসএম মিজানুর রহমান, মো. আজিজার মোল্যা, নুরুল আলম মিনা মুকুল, মোশাররফ হোসেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি আ. রাজ্জাক মোল্যা, রশিদ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার