ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে নরসিংদীতে আন্তঃজেলা প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে ডিবি অফিস থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূলহোতা মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের আবদুল মান্নান সরদারের ছেলে তৈয়ব আলী (৪০), বরগুনার আমতলী উপজেলার বাইনবুনিয়া এলাকার আলী মৃধার ছেলে আবুল কাশেম (৩৪) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুরাদপুর এলাকার নূরুল ইসলামের ছেলে মাইন উদ্দিন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় , প্রতারক চক্রের সদন্যরা বিাসবহুল গাড়ি নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে টাকা-পয়সা ছিনিয়ে নিত। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা সিলেট মহা সড়কের ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার রাতে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি ওয়্যারলেস, হাতকড়া ও একটি হ্যারিয়ার গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার পিপিএম বলেন, সারাদেশে এই প্রতারক চক্রের প্রায় শতাধিক সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতার হওয়া তিনজন মূলত আন্তঃজেলা প্রতারক চক্রের অন্যতম সদস্য। তারা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। কখনো পুলিশের এসআই কখনো ডিবি পুলিশ পরিচয়ে হয়রানি করে টাকা-পয়সা ছিনিয়ে নিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার