বগুড়া সদর উপজেলার গোকুলে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার আটকের পর ২৬৩ বোতল ফেন্সিডিল এবং সিএনজি যাত্রীর কাছ থেকে ৪০০পিস ইয়াবা উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়ছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
আজ দুপুরে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে গোকুল এলাকায় যানবাহন তল্লাশি করছিল। এসময় জয়পুরহাট থেকে ঢাকা গামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩১-৩৪১৯) আটক করে। প্রাইভেট কারের মধ্যে রাখা ২৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় প্রাইভেট কারের চালক মাদারিপুর জেলা সদরের খরছপুর গ্রামের দেলোয়ারের ছেলে মো. নাসির (২৮), যাত্রী ঢাকার ওয়ারি থানার নারিন্দা রোডের সাসাববাড়ির ৭/৫০ এর সেলিম আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫) ও একই এলাকার মোঃ করিমের ছেলে বাঁধন (৪৮), ঢাকার উত্তরযাত্রাবাড়ির মো. রাজীবের ছেলে মো. মোত্তাকিমকে (৫২) আটক করে। ওই স্থানে একই সময় বগুড়ামুখি একটি সিএনজির যাত্রী বগুড়ার কাহালু উপজেলার মাস্টার পাড়ার আফতাব হোসেনের ছেলে মসিউর রহমান বাপ্পির (২৮) শরীর তল্লাশি করে। তার কাছে থাকা প্যাকেটে মোড়ানো ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দিলারা রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ বোতল ফেন্সিডিল ও ৪০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার