বাগেরহাটের শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুর রহমান হাওলাদারকে (৫৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বিকলে উপজেলা সদরের রাজৈর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত তার বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত আমীর ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার