সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণণ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয়। তবে দীর্ঘ মেয়াদি হলেও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দু’দেশের সাথে কাজ করছে তার সরকার। এ সময় তিনি বিপুল পরিমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার সর্বোচ্চ পরিচয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।
রবিবার দুপুরে নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তের রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজারের উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণণ’র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দুর্যোগ-ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা ছিলেন।
প্রথমে নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গা নেতা ও শিশুদের সাথে কথা বলেন। এরপর কক্সবাজারের উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে কথা বলে বিভিন্ন খোঁজ-খবর নেন। বিকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করেন প্রতিনিধি দল।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৮/মাহবুব