নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা চত্ত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫৫ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ সময় ১৫০ জন প্রত্যেক কৃষককে সরিষা বীজ ১ কেজি, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার এবং ৫ জন প্রত্যেক কৃষককে বিটি বেগুন বীজ ২০ গ্রাম, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-১আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম তার বক্তব্যে বলেন, দেশে এখন খাদ্যের অভাব নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। তিনি দেশকে আরো এগিয়ে নিতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার