বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন, ঐক্যফ্রন্টের সাথে সরকারের যে সংলাপ হয়েছে তা সফল হবে কেবলমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে। নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ঐক্যফ্রন্টের সাতদফা দাবি বাস্তবায়ন করতে হবে।
আজ সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বোয়ালমারীর হারুন শপিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটেক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ আফসারউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ ঝুনু, ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, মো. রাসেল আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৮/মাহবুব