চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের বয়স ৩৬-৩৭ বছর। গায়ের রং ফর্সা। পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার সাদাত জানান, রবিবার দিবাগত রাতে রাজশাহি থেকে খুলনাগামি একটি মালবাহি ট্রেনে কাটা পড়ে মারা যায় ওই যুবক। সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন