ফেনীর দাগনভূঞায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গোলাম সরোয়ার সোহাগ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ আতাতুর্ক স্কুল মার্কেটের স্মরনি কম্পিউটারের মালিক। সে খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বসুপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে। সে দাগনভূঞার দক্ষিণ করিমপুরে ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করত।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, পিকআপটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার