শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ সকল স্তরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ব্রিফিং দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির প্যাডে দলের সভাপতি মাহমুদুল হক রুবেল স্বাক্ষরিত এ প্রেস ব্রিফিং প্রদান করেন। এতে জানানো হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে জেলা কারাগার থেকে জামিনে মুুক্ত করার সাথে সাথে নতুন নতুন গায়েবি মামলায় জড়িয়ে আবারও জেল গেইট থেকে আটক করা হচ্ছে। তিনি বর্তমানে ২ মাসেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
ওই প্রেস ব্রিফিং বলা হয়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল রহমান রয়েল, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিন তালুকদার, শ্রমিক দলের সহ-সভাপতি কামরুজ্জমানসহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যে ও গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি এবং মিথ্যে মামলা প্রত্যাহার করে উল্লেখিত নেতাকর্মীকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার