নাটোরের বাগাতিপাড়ায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ভাটোপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ হামলার ঘটনায় ওই রাতেই তিন জনকে আটক করেছে।
ভুক্তভোগী রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা জানান, ওইদিন রাতে বাড়িতে কেউ ছিলেন না। এসময় দুর্বৃত্তরা তাদের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে ওইরাতে অভিযান চালিয়ে মাধব বাড়িয়ার আহসান ফকিরের ছেলে রনি (২৩), ভাটোপাড়ার তহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (৩০) এবং মৃত শামসুদ্দিনের ছেলে মুনছুরকে আটক করা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে ভুক্তভোগীরা কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার