টাঙ্গাইলের ঘাটাইলে বাস-মাহিন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বলেন, ঘাটাইল উপজেলার ঝুনকাইল নয়াপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে মাহিন্দ্র ড্রাইভার শামছুল হক (৫২) ও বিয়ারা গ্রামের ইফনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২)।
আহতরা হলেন, ঘাটাইল উপজেলার বগা গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা বেগম (৪০), রতনবরিষ গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী রহিমা বেগম (৪২), গরজনা গ্রামের সাইফুলের মা চায়না (৩৮) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল আজিজের ছেলে কলেজ শিক্ষার্থী আফজাল হোসেন ( ২১)।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল হক জানান, সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাকুটিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামল নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন মারাত্মক আহত হন। তাদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মাহিন্দ্রের চালক শামছুসহ দুজন নিহত হন। নিহত অপরর জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম