বাগেরহাটের মোরেলগঞ্জ সদর বাজারে এক অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। রবিবার দিবাগত রাত ১০টার দিকে কাপুড়িয়াপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাপড় ব্যবসায়ী বাদশা তালুকদার ও রুম্মান মীরের দোকান পুড়ে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই দুই ব্যবসায়ী জানিয়েছেন।
আগুন নিয়ন্ত্রকারি ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা হায়দার আলী আকন বলেন, আগুনে দোকান দুটির প্রায় ৭০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯ লাখ টাকার মালামাল। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ও থানার ওসি কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা