শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ইনু) এর সহ সভাপতি মো. ইন্তাজ উদ্দিন (৪৮) সড়ক দুঘটনায় নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কালিবাড়ী এলাকায় সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা গেছে, সকালে পল্লীবিদ্যুতের বিল পরিশোধের জন্য শেরপুরের উদ্দেশ্যে নিজবাড়ী ঘাকপাড়া থেকে রওনা হয়ে নালিতাবাড়ী থেকে সিএনজি যোগে শেরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি নালিতাবাড়ী-শেরপুর সড়কের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় পৌঁছালে একটি শিশু রাস্তা পারাপারের জন্য হঠাৎ দৌড় দেয়। এ সময় সিএনজি চালক সিএনজির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাসদ নেতা ইন্তাজ উদ্দিনের মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব