শেরপুরে চলতি মওসুমের আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা সদর খাদ্য গুদামে এ চাল সংগ্রহ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সদর উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম নাসির উদ্দিন, এসএমও মো. মামুন হোসেন, শেরপুর চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রৌশনসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ৩৬ টাকা দরে ১৪ হাজার ৪৬৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ চাল সংগ্রহ অভিযান চলবে। সদর জেলায় এবার ৬০৩টি চাল কলের মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার