১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:০৭

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে আজ সোমবার সকালে ফুরকান (৫০) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ৷ আটককৃত ফুরকান ঢাকা লালবাগ এলাকার জিসানের ছেলে। 

আমড়াখালী বিজিবি চেক পোষ্টের হাবিলদার সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি এক ব্যক্তি বেশ কিছু মালামাল নিয়ে একটি পরিবহনে করে বেনাপোল বাজার থেকে ঢাকায় যাচ্ছে।  এ ধরনের খবরের ভিত্তিতে বিজিবি আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে বেশ কিছু ভারতীয় মালামাল আটক করে। ব্যাগ চেকিংয়ের এক পর্যায়ে আটক ফুরকান নিজেকে কাস্টমস কর্মকতা বলে পরিচয় দেয়। পরে তার কথাবার্তা সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এসময় তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস হাউজের ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। পরে বিজিবি তাকে আটক করে। তার কাছ থেকে মোবাইল সেট, চাদর, থ্রি পিস উদ্ধার করেন বিজিবি।  আটককৃত ভুয়া কাষ্টমস কর্মকর্তা পরিচয় দানকারী ফুরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর