খুলনা মহানগরীর জিন্নাহপাড়ায় মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত মুক্তা ওই এলাকার বাসিন্দা রিক্সাচালক মো. আলামিনের স্ত্রী। এ ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছেন।
জানা যায়, আজ সোমবার সকালে ওই গৃহবধূকে মৃত অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তারা চিকিৎসককে হার্টস্ট্রোক করে মুক্তার অসুস্থতার কথা জানায়। কিন্তু শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে চিকিৎসক পুলিশে খবর দেয়।
এদিকে ঘটনা টের পেয়ে লাশ ফেলে রেখে মুক্তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় লবনচরা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার