টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)। আটক সেই রোহিঙ্গা যুবকের নাম মো. দিলদার আহম্মদ (৩০) নামের
মঙ্গলবার রাত ৮ টার দিকে এ অভিযান চালানো হয়। দিলদার ওই এলকায় বসবাসরত জমির হোসেনের ছেলে। এসময় দিলদারের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে দিলদারকে র্যাব সদস্যরা ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, পরে তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে জনৈক হাশেমের বসতভিটার উত্তর পাশে গর্তের ভেতর থেকে আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত