চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৮’শ গ্রাম গানপাউডার উদ্ধার করেছে ৫৩ বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার দুপুর ২টার দিকে ৫৩বিজিনি ওয়াহেদপুর বিওপি’র একটি টহল দল সুবেদার মোঃ নওশের আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মাঠ নামক এলাকায় ১ অজ্ঞাত ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ৫কেজি ৮’শ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।
জানা গেছে, এগুলোর মধ্যে ছিল ৩ কেজি সাদা, ১ কেজি ৪০০ গ্রাম হলুদ এবং ১ কেজি ৪০০গ্রাম কালো রং'র গানপাউডার। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার জানান, উদ্ধারকৃত গানপাউডারগুলো শিবগঞ্জ থানায় জমা দেয়া হবে ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত