সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহ বলেছেন, তার নির্বাচনী এলাকায় ভোটের দিন (রবিবার) রাত থেকে দলের নেতা-কর্মীদের বাড়িঘরে প্রতিপক্ষের গুণ্ডারা ’৭১-এর পরাজিত শক্তির মতো তা ব চালায়। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাচ্ছে কিন্তু ভাঙ্গা এলাকায় মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে নৌকার সমর্থকরা। কাজী জাফর উল্লাহ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য। ৩০ ডিসেম্বরে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী নির্বাচিত হন। বিজয়ী প্রার্থীর সমর্থকরা ভাঙ্গা পৌরসভা, আলগী, হামিরদী, কালামৃধা, নাসিরাবাদ, কাউলীবেড়া, আজিমনগর, ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায় এবং লোকজনকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষাপটে কাজী জাফর উল্লাহ গতকাল ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। তিনি প্রশাসনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে বলেন, রবিবার রাতে সদরপুরের চরমানাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িসহ নৌকার পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা হয়। সে রাতে ওই এলাকার ২৭ জন নারী-পুরুষ পালিয়ে এসে তার বাড়িতে আশ্রয় নেন। ভাঙ্গার নাসিরাবাদের ভদ্রকান্দা গ্রামে নৌকার সমর্থক মানিক সরকারের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে, তিনি ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। তারা তার অভিযোগ আমলে নেননি। ওই রাতে তারা যদি কার্যকর ভূমিকা নিতেন তাহলে পরদিনের তা ব হতো না। তিনি বলেন, ভাঙ্গায় ৮৬ জায়গায় আক্রমণ হয়েছে। বাড়িঘর, দোকানপাট ভচঙচুর হয়েছে। তিনি বলেন, আমরা ৪৮টি অভিযোগ দিয়েছি। পুলিশ মাত্র ৭টি মামলা নিয়েছে। তিনি বলেন, ৩১ ডিসেম্বর সকালে যখন একের পর এক খবর আসতে থাকল নৌকার সমর্থকদের বাড়িঘরে হামলার তখন ডিসি, এসপি, ওসিকে পুনরায় জানিয়েও বিন্দুমাত্র ফল হয়নি। অবশেষে ওইদিন সকাল সাড়ে ১০টায় আমি নেত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানাই। প্রধানমন্ত্রীর নির্দেশের পরই ডিসি-এসপি আমাদের ফোন করেছেন, এলাকায় ছুটে এসেছেন। হামলা-লুটপাটের নায়করা প্রকাশ্যে ঘুরলেও প্রশাসন ও পুলিশ এদের খুঁজে পায় না। যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ও পুলিশ তা ব থামাতে আর আসামিদের গ্রেফতার করতে না পারে তাহলে আমরা নতুন কর্মসূচি দেব।
শিরোনাম
- শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন সিভাসু’র অধ্যাপক হুমায়ুন
- কেন শান্তিতে নোবেল পাবেন না ট্রাম্প, যা বলছেন বিশেষজ্ঞরা
- কালকিনিতে গৃহবধূকে আটকে রেখে নির্যাতন, দোষীদের শাস্তি দাবি
- সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড
- পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
ভাঙ্গায় নৌকার সমর্থকরা মার খেয়ে শেষ হয়ে যাচ্ছেন
সংবাদ সম্মেলনে কাজী জাফর উল্লাহ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর