বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকায় বনরক্ষীরা অভিযান চালিয়ে ১৪ শত ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নলবুনিয়ার খাল নামক এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। এসময় চোরা শিকারিরা সুন্দরবনে গহীন অরণ্যে পালিয়ে যায়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, চোরা শিকারিরা হরিণ ধরার প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল হক ও জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হান্নানসহ বনরক্ষীরা অভিযান চালিয়ে ফাঁদগুলো আটক করেন। ৫ থেকে জনের একটি চোরা শিকারি চক্রটি গোপনে বনে ঢুকে নাইলনের দঁড়ির ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে দু’একজনকে চেনা গেছে। সবার নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে বন-আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার