দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পাবনার দীলপাশা রেল ষ্টেশনের কাছে রেল লাইনের স্লিপার সরে যাওয়ায় শনিবার সকাল ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিলো।
এই ঘটনাটি স্থানীয় একজনের নজরে আসলে তিনি পাশবর্তী দীলপাশা স্টেশন কতৃপক্ষকে জানালে তাৎক্ষনিকভাবে কতৃপক্ষ ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দেয়। দীর্ঘ তিনঘণ্টা সময় ধরে রেল লাইনের মেরামত কাজ সমাপ্তর পরে দুপুর দুইটা ৩০ মিটের দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ভাঙ্গুড়া ষ্টেশন মাষ্টার আব্দুল মালেক জানান, শনিবার সকাল ১০দিকে একটি মালবাহী ট্রেন স্টেশন ক্রস করার সময় লাইনের স্লিপার ভেঙ্গে সরে যায়। এক পথচারী বিষয়টি দেখতে পেয়ে স্টেশনে অবহিত করেন। ঘটনাস্থল পরির্দশন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা মেরামত কাজ সম্পূর্ণ করেছে। দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য বলা যাবে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল