প্রত্যেক বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সারা বছরই প্রতিষ্ঠান পরিষ্কার রাখার প্রত্যয় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এক কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠান চত্বরে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
এসময় তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সরকারি উদ্যোগ যুগোপযুগি ও প্রশংসনীয়। এ উদ্যোগ যদি প্রতিটি প্রতিষ্ঠানে বাস্তবায়ন হয় তাহলে সকল শিক্ষার্থী সচেতন হবে। পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে অবগত হয়ে নিজেদের দায়িত্ব নিজেরাই পালনে অনুপ্রাণিত হবে। এভাবেই গড়ে উঠবে পরিচ্ছন্ন বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ উৎপল আকাশ, সহকারী প্রধান শিক্ষক আশরাফ আলী মণ্ডল, শিক্ষক প্রতিনিধি এ এস এম সালাহ উদ্দিন, মোছা. রাহাতারা বেগমসহ সিনিয়র শিক্ষক কুদরত ই খূদা, শারীরিক শিক্ষক মোছা. আয়েশা সিদ্দিকাসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।
শিক্ষার্থীরা জানান, তাদের প্রতিষ্ঠান সারা বছর পরিচ্ছন্ন রাখতে প্রতি বৃহস্পতিবার অভিযানে অংশ নিবে। পাশাপাশি নিজের বাড়ি-ঘরও পরিচ্ছন্ন রাখতে তারা সকলকে উদ্বুদ্ধ করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন