২৫ এপ্রিল, ২০১৯ ১৮:২৭

মানিকগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

মানিকগঞ্জে শিশু সাইফুল ইসলাম হত্যার দায়ে মো. সোহেল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সাথে তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। 

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা এই আদেশ দেন। 

সদর উপজেলার চর বেউথা গ্রামের চার বছরের শিশু সাইফুল হত্যা মামলায় সোহের নামের ওই যুবককে কারদণ্ড দেয়া হয়। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ জুন সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামে মো. কাশেম মিয়ার ছেলে মো. সোহেল মিয়া প্রতিবেশী শিশু সাইফুল ইসলামকে মোবাইল ফোন নিয়ে আসতে বলে। সাইফুল মোবাইল ফোন নিয়ে আসলে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরে সোহেলকে গ্রেফতার করা হয়।

পরের দিন সোহেলের স্বীকার অনুযায়ী ধইনচা ক্ষেত থেকে শিশু সাইফুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ মো. সোহেল মিয়াকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বরে আদালতে চাজশিট প্রদান করে। আদালত ১০ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন আদালত। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর