চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ব্যক্তির নাম কবির বিশ্বাস (৪২)। তিনি পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান জানান, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ঝিনাইদহগামি একটি ট্রাকের সাথে একটি পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের চালক মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার