বরিশালে বিভাগীয় পর্যায়ে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং ২দিন ব্যাপী মেলার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জনপ্রশাসন মন্ত্রনালয় এবং বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অতিথিদের নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
পরে বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রালয়ের যুগ্ম সচিব মো. মজিবর রহমান, জনপ্রশাসন মন্ত্রালয়ের উপ-সচিব আলাউদ্দিন আলী, বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক এ.কে.এম সামসুদ্দিন এবং সাংবাদিক আ. রহমান সালেহ্।
অশ্বিনী কুমার হলে ইনোভেশন শোকেসিং মেলায় বরিশাল বিভাগের ৬ জেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের ১৮ টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার