চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুহিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত তুহিন হচ্ছে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি শিকদার মোঃ মশিউর রহমান জানান, বুধবার বিকেলে বাটা গ্রামের একটি পুকুরে মাছ ধরছিল তুহিন। এসময় কয়েকজন যুবক তুহিনকে পিটিয়ে আহত করলে আজ বৃহস্পতিবার ভোরাত ৩টার দিকে তুহিন নিজ বাড়িতে মারা যায়। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন