নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে নিরোধকল্পে এবং মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানমুখীতে আগ্রহী করতে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন ইউএনও নাসরিন বানু। এছাড়াও স্কাউট কার্যক্রমকে জোরদারকরনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে তিনি এসব বিতরণ করেন।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থায়নে শাইলকোনা ল্যাবরেটরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২ জন ছাত্রীকে বাইসাইকেল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রামসেট বিতরণ করা হয়। এসময় জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগে গর্ভবতী নারীদের সেবা প্রদানের সুবিধার্থে উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন